শিক্ষিত বেকারের আত্মকথন
- এম এ শিকদার
- ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০
মাস্টার্স পরীক্ষা শেষ। কিছু দিন পর রেজাল্ট দেবে কিন্তু অনার্স পাস করার পরেই চাকরি খুঁজতে থাকে রাকিব। চাকরির যে কত পরীক্ষা দিলো তার কোনো ইয়ত্তা নেই। পরীক্ষা দিতে দিতে ক্লান্ত; কিন্তু একটাও চাকরি জোটে না কপালে। রিটেনে পাস করলেও ভাইভায় টিকে না কোনোটাতে। রেজাল্টাই দেখতে পায় না। চিন্তায় চিন্তায় দিন কাটে তার। বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারবে কিনা দুঃখ নিয়েই থাকবে তারা এসব ভাবনা ভাবতে ভাবতে সময় কেটে যায়। যখন পারিপার্শ্বিক অবস্থা দেখে তখন চোখ বেয়ে অশ্রু ঝরে। অন্য বন্ধুরা বেশির ভাগই প্রতিষ্ঠিত। নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততম সময় পার করছে। কেউ কেউ বিবাহ করে সংসারের হাল ধরেছে পূর্ণমাত্রায়। কিন্তু সে শিক্ষিত হয়েও বেকার জীবন পার করছে। যখন কেউ জিজ্ঞেস করে কি করো? তখন নির্দিষ্ট জবাব না দিয়ে লুকোচুরির ছলে জবাব দেয়, তবে অনেকে বুঝতে পারে রাকিব বেকার। বেকার জীবন যে কতটা কষ্টের তা একমাত্র বেকার ছেলেরাই বোঝে। অন্যরা সেই কষ্ট বোঝে না, বুঝবে না। প্রতিটি রাতেই ঘুমানোর খুব চেষ্টা করে কিন্তু ঘুমাতে পারে না রাকিব। নির্ঘুমে কেটে যায় তার কত রাত; তার যেন কোনো হিসাব নেই। ভাবতে ভাবতে নির্বাক হয়ে যায় সে। অথচ জীবনটা কত সুন্দর হওয়ার কথা ছিল। স্বপ্ন ছিল মনের মতো করে জীবনটা সাজাবে। কিন্তু স্বপ্নগুলো যেন স্বপ্নই রয়ে গেল। চেষ্টা তো কম করেনি রাকিব, তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। প্রহর গুনছে এই আঁধার কেটে অন্ধকার আসার। হয়তো জীবনটা স্বপ্নের মতো সাজানো গোছানো হবে না। হয়তো বেঁচে থাকার মতো হবে। কিন্তু পারিপার্শ্বিক লোকজন এই বেকারত্ব দেখে নাক ছিটকায়, ছেলে বেকার এ যেন এক অভিশাপের বোঝা নিয়ে ঘুরছে। কিন্তু মনে মনে ভাবে রাকিব, তোমাদের এত জ্বলে তাহলে তোমরা একটা চাকরির ব্যবস্থা করে দাও ...। তা না করে শুধু গ্লানি দিচ্ছ। আজ এসব কিছুকে তোয়াক্কা করে না সে। ভাবে কখন যে একটি চাকরি পাবো? আহ! যদি একটি চাকরি মিলে যেত। যদি বাবা-মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারতাম। জীবন থেকে মুছে যেত গ্লানি ও অভিশপ্তের মালা, যার নাম বেকারত্ব। এই অভাগার জীবনে কখন যে পূর্ণতা পাবে তা উপরওয়ালাই ভালো জানেন। কিন্তু প্রহর গুনছে একটি সোনালি সকাল দেখার, যেই সকালে তার কোনো অপূর্ণতা থাকবে না, পূর্ণতায় ভরে যাবে তার জীবন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা