২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনার দ্বিতীয় ঢেউ

-

হঠাৎ করে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ১৭ নভেম্বর সরকারি হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এটা আমাদের দেশের জন্য মারাত্মক ঝুঁকির বিষয়। মৃত্যুর সংখ্যা সামনে আরো বাড়তে পারেÑ এটি বিশেষজ্ঞদের অভিমত। আমরা যেন করোনা নামের প্রাণঘাতী ভাইরাসটিকে মনে-প্রাণে ভালোবেসে ফেলেছি! বসবাস করছি শান্ত সুবোধ বালকের মতো। স্বাস্থ্যবিধি মোটেই পাত্তা দিচ্ছি না অথবা তোয়াক্কা করছি না। হাটবাজারে, লঞ্চ-বাস টার্মিনালে, এয়ারপোর্ট, অফিস-আদালত সব জায়গায় যেন আমরা একাকার হয়ে গেছি। কারো মুখে কোনো মাস্ক নেই, পিপিই তো দূরের কথা। কেউ বা পেটের দায়ে, কেউ বা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে জীবিকা নির্বাহে মজুরি করতে বেরিয়েছেন নিজস্ব গতিতেÑ এ গতি যেন থামার নয়।
করোনার রক্তচক্ষু উপেক্ষা করে আমরা চলছি মেঠোপথ ধরেÑ কোনো সতর্কতা ছাড়াই, এটা আমাদের গভীর খাদের কিনারায় নিয়ে যাবে, পা ফসকালেই রেহাই নেই। আর এখন এ ঝুঁকিটা ধেয়ে আসছে আরো দ্রুত। বিয়ে উৎসবটাও যেন বসে নেই। দেদার চলছে বিয়ের আয়োজন। আর শপিংমলে ব্যস্ততা বেড়েছে উঠতি তরুণ-তরুণীদের। এ এক ভয়ানক অবস্থা। দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার তাগাদা দেয়া হচ্ছে; মাস্ক পরিধান করার গুরুত্বের ওপরÑ এটা যেন চোরে না শুনে ধর্মের কাহিনীর মতো অবস্থা। আমরা সবাই কমবেশি বেখেয়ালি হয়ে পড়েছি।
অসচেতনতাই করোনা ঝুঁকির দ্বিতীয় ঢেউয়ের বড় কারণ হতে পারে। করোনার প্রাথমিক সংক্রমণের পর থেকে গত সাত মাসে দেশে ছয় হাজারের বেশি মৃত্যু হয়েছে। করোনা আমাদের শিক্ষা দিয়েছে Ñ ক্ষণস্থায়ী জীবনকে গুরুত্ব না দিয়ে স্থায়ী জীবনের জন্য মরণপণ লড়াই করার শিক্ষা। এর জন্য আল কুরআনের নিবিড় অনুসরণের কোনো বিকল্প একজন মুসলিমের কাছে খোলা নেই। করোনা আমাদের শিক্ষা দিয়েছে সহনশীল মানবতাবাদী মানুষ হওয়ার, সৃষ্টিশীল মানুষ হওয়ার ও একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান হিসেবে কুরআনের অনুসরণ। শরীরের সব ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহর একজন নিখাদ বান্দা হওয়ার। অথচ করোনার প্রথম ঢেউয়ে আমরা কেউ নড়েচড়ে বসিনি। আসমান জমিনের সব শক্তি যাঁর হাতে; তাঁর পক্ষ থেকে করোনা নামক বিশ্বব্যাপী আণুবিক্ষণিক ভাইরাস অথচ মারণঘাতী করোনা নামক হার্ড ম্যাসেজটাকে খুব একটা গুরুত্ব দেইনি। আমাদের মাঝে পরিবর্তনের ঢেউ আসেনি। সে জন্য আবারো করোনার দ্বিতীয় ঢেউ আমাদের ওপর আসার লক্ষণ দেখা যাচ্ছে। করোনা থেকে আমরা যেমন শিক্ষা নিচ্ছি না; তেমনি এর ভয়াবহতা ব্যাপকভাবে বাড়ছে বলে বোঝা যাচ্ছে। এ কথা বলা যায়, করোনা আমাদের পরিশুদ্ধ করতে কোনো সাহায়্য করেনি। হ
লেখক : সভাপতি, রাউজান ক্লাব, সিনিয়র কনসালটেন্ট (ইএনটি)


আরো সংবাদ



premium cement
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ২ আগামী বছর রোহিঙ্গা বিষয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত জাতিসঙ্ঘের ড. ইউনূসের ৬ মামলা বাতিলের রায় প্রকাশ গাজায় গত ২৪ ঘণ্টায় ৭১ ফিলিস্তিনি নিহত বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল : ফখরুল নোয়াখালীতে ট্রাকচাপায় এক শিশু নিহত ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সকলের সামাজিক দায়িত্ব : উপদেষ্টা ৪টি সংস্কার করলেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে : মোস্তাফিজার রহমান

সকল