০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

শিক্ষাঙ্গনে দুর্নীতি

-

দেশে একটির পর একটি ইস্যু সৃষ্টি হওয়ায় শিক্ষাঙ্গনের সর্বগ্রাসী দুর্নীতির প্রসঙ্গটি সহজেই চাপা পড়ে যাচ্ছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসিদের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, তাদের বিরুদ্ধে আন্দোলনের তীব্রতা নিকট অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শিক্ষাঙ্গনে বহুমাত্রিক দুর্নীতি, বিপর্যয়, অবক্ষয়ের যে চিত্র; তাতে দেশবাসী উৎকণ্ঠিত। শিক্ষাঙ্গনের দুর্নীতি-অনিয়ম নিয়ে বিস্তারিত তদন্ত, গবেষণা ও সমীক্ষা চালিয়ে দুদক সম্প্রতি দুর্নীতি রোধের বিষয়ে একটি প্রতিবেদন ও সুপারিশ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ সচিব বরাবর। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছেÑ প্রশ্নপত্র ফাঁস, নোট-গাইডের কুফল, কোচিং বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত নির্মাণে দুর্নীতি-গলদ, এমপিওভুক্তি, নিয়োগ-বদলি ইত্যাদি। প্রতিবেদনে দুর্নীতির উৎস চিহ্নিত করে ৩৯টি সুপারিশ করা হয়েছে।
শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি ও উন্নতি যে দ্রুতগতিতে ধাবমান, এর কিছু নমুনা উপস্থিত করলে সবার কাছে বিষয়টি স্পষ্ট হবে বলে আমাদের বিশ্বাস। কতগুলো খবরের সংক্ষিপ্তসার উপস্থাপন করলে গোটা চিত্রের অনেকখানি উন্মোচিত হবে। বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠাঁই হয়নি। লন্ডনভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং টু থাউজ্যান্ড টুয়েন্টি’ প্রকাশ করেছে সম্প্রতি। বিশ্বের ৯২টি দেশের ১৩০০ বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে। শিক্ষার পরিবেশ ও গবেষণাসহ পাঁচটি মানদণ্ডে এই তালিকা প্রণীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এক হাজারের তারিকায়ও নেই। যেখানে পাকিস্তানের ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বাংলাদেশে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় অর্ধশত। দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী বাড়ার পাশাপাশি সরকার এসব প্রতিষ্ঠানে বিশাল অঙ্কের উন্নয়ন বাজেট দিচ্ছে। কিন্তু শিক্ষা ও গবেষণার মান কি আশানুরূপ হারে বাড়ছে? প্রশ্ন উঠেছে, জনগণের কষ্টার্জিত আয় থেকে প্রদত্ত ট্যাক্সের অর্থ কতটা অপচয় হচ্ছে? বিভিন্ন শিক্ষা বোর্ডে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। শনাক্ত করা হয়েছে ৩৩ ধরনের অসঙ্গতি ও অনিয়ম। সরকারের ১৬৭ কোটি টাকা গচ্চা গেছে। এ অর্থ চলে গেছে বোর্ডের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারসহ সংশ্লিষ্ট অনেকের পকেটে।
আটটি শিক্ষা বোর্ডের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আয়-ব্যয়ের ওপর স্থানীয় সরকার ও রাজস্ব অডিট অধিদফতর অনুসন্ধান চালিয়ে যে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করেছে, তা এখন শিক্ষা মন্ত্রণালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক উচ্চপদস্থ ব্যক্তি চাকরিপ্রত্যাশী একজনের কাছে জানতে চেয়েছেন, ‘তোমরা কত টাকা দিতে রেডি?’ এ ফোনালাপ ফাঁস হয়েছে। এমন সংবাদ প্রকাশিত হয়েছে ২ অক্টোবর একটি জাতীয় দৈনিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের বিপুল টাকা শিক্ষকদের পকেটে। অনার্স প্রথম বর্ষে ভর্তি ফরমের ফি ৫০ টাকা বাড়ানো হয়েছে। শিক্ষক-কর্মকর্তাদের সম্মানী ভাতা আগের বছরের চেয়ে এক কোটি টাকা বেশি ধার্য করার খবর পাওয়া গেছে।
২ অক্টোবর প্রকাশিত খবর থেকে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সঙ্কটের তীব্রতার কথা। ডাকসু সদস্য তানভীর হাসান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ কার্যদিবসের আলটিমেটাম দেন। এ সময়ের মধ্যে আবাসন সঙ্কট সমাধানের লক্ষ্যে কাজ শুরু না হলে গণরুমের শিক্ষার্থীদের নিয়ে ভিসির বাসভবনে গিয়ে ওঠার হুমকি দিয়েছিলেন তিনি। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভিসি অবশেষে পদত্যাগে বাধ্য হয়েছেন।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সাথে সম্প্রতি এক বৈঠকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি কঠোর বার্তা দিয়েছেন তাদের। অনিয়ম-দুর্নীতির বিষয় নিয়ে এ বার্তা। বৈঠকে দীপু মনি বলেছেন, ‘কোনো কোনো ভিসি তার অবস্থানের অপব্যবহার করছেন। অসদাচরণ করছেন। ভিসিদের নিয়ে আমরা যা শুনি, তার সবই কি পত্রিকার তৈরি? কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করে পুরো বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছেন। ভিসিরা অনেক সম্মানিত ব্যক্তি। কিন্তু আইন মেনে না চললে এমন ভিসির দরকার নেই।’
শিক্ষাঙ্গনের দুর্নীতি মূলোৎপাটনসহ সব ধরনের সমস্যার সঙ্কট নিরসনে যা প্রথমেই প্রয়োজন, সেটি হলো রাজনৈতিক অঙ্গীকার ও দেশপ্রেম। সম্মিলিত ও সমন্বিত বাস্তবানুগ প্রয়াস। সরকারের একার পক্ষে কখনো সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে এ বিষয়ে। যার যার অবস্থান থেকে সঠিক ও আন্তরিকভাবে তা পালন করলে অন্ধকার সম্পূর্ণ না হলেও অনেকখানি দূর হতে পারে। হ


আরো সংবাদ



premium cement
পাকিস্তানের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধীর তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্পের দেয়া প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসঙ্ঘ মহাসচিবের ছাত্র-জনতার রোষানলের দায় শেখ হাসিনাকেই বহন করতে হবে : খেলাফত মজলিস কুলাউড়ায় উপজাতীয়দের হাতে বাঙালি যুবক খুন : ৭ খাসিয়ার বিরুদ্ধে হত্যা মামলা শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের দেয়া হচ্ছে ক্ষুদ্র অস্ত্র : ডিএমপি কমিশনার ছয় নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা ফ্যাসিস্ট সরকার ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : টুকু বিএনপির স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা হস্তান্তর বঙ্গমাতা হলের নামফলক ভাঙতে গিয়ে দুর্ঘটনায় শিক্ষার্থী আহত

সকল