রাজনীতি কোন পথে
- আলী ফজল মোহাম্মদ কাওছার
- ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
দেশের রাজনীতি এখন কোন পথে আছে; তা বোধগম্য নয়। আগেরকার দিনে যারা রাজনীতি করতেন তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ-দশের সেবা করতেন। সমাজ তথা রাষ্ট্রের কল্যাণই ছিল তাদের রাজনীতি। এ দেশে যত আন্দোলন-সংগ্রাম হয়েছে; সেসব আন্দোলন-সংগ্রামে রাজনীতিবিদেরা নেতৃত্ব দিয়েছেন। তাদের নেতৃত্বে দেশের সব আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে। তবে বর্তমানে রাজনীতি যেন চেনা সেই কক্ষপথ থেকে বিচ্যুত। এখন রাজনীতি করার উদ্দেশ্য থাকে নিজের উন্নয়ন। এটি একটি পেশা হিসেবে পরিণত হয়েছে। রাজনীতি করে অনেকে বিপুল সম্পদের মালিক বনে যাচ্ছেন। দেশের সম্পদ লুটছেন।
আগের ছাত্রনেতারা কর্মী সংগ্রহে, বিভিন্ন কর্মসূচিতে যেতেন সাইকেলে চেপে। এখন ছাত্রনেতারা কর্মী সংগ্রহে, বিভিন্ন কর্মসূচিতে যান বিমান কিংবা হেলিকপ্টারে। প্রশ্ন জাগা স্বাভাবিক, তাদের টাকার উৎস কী? আগে রাজনৈতিক নেতা নির্বাচিত হতেন সংগঠন পরিচালনার দক্ষতা ও মেধার ভিত্তিতে। এখন নেতা নির্বাচিত হন টাকার বিনিময়ে। এ জন্য অনেক রাজনীতিবিদ অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন। যারা টাকার পেছনে ঘুরেন, সমাজের কথা চিন্তা করার অবকাশ কোথায় তাদের? তাদের দিয়ে কি সমাজ বা রাষ্ট্রের কোনো উন্নয়ন সম্ভব? কেন রাজনৈতিক নেতাকর্মীরা নিজেদের স্বার্থের বাইরে দেশ-দশের কথা ভাবতে পারছেন না?
রাজনীতিকে কেন অনেকে পেশায় পরিণত করছেন, সত্যিই সাধারণের কাছে বোধগম্য নয়। তাই রাজনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সবার আগে রাজনীতিকদের সচেতন হতে হবে। এ ক্ষেত্রে তাদের ভূমিকাই অগ্রগণ্য। দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা সৃষ্টি করতে হবে। তা হলেই দেশের মানুষের শ্রদ্ধা আবার রাজনীতিবিদের প্রতি ফিরে আসবে। হ
লেখক : চাকরিজীবী, সিলেট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা