০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

ধূমপানের একাল-সেকাল

-

সিগারেটের প্যাকেটে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়, ফুসফুসে ক্যান্সারের কারণ প্রভৃতি। এ ছাড়া, গর্ভের সন্তানের ক্ষতির কারণসহ ধূমপানের সব ক্ষতির সতর্কীকরণ বক্তব্য লেভেলে সাঁটা থাকে। প্যাকেটের গায়ে এসব লেখা থাকলেও দিন দিন ধূমপায়ীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত বাঙালি হিন্দু-মুসলিমসহ সব ধর্মের উঠতি তরুণরা ধূমপান করত লুকিয়ে। বন্ধুদের আড্ডায়। সে সময়ে তরুণ ধূমপায়ীরা পরিবারের বড়-ছোট সব সদস্যসহ পাড়া-প্রতিবেশী-মুরব্বিদের সামনেও ধূমপান করতে ভয় পেত। তাদের সম্মানে কিংবা পরিবারে নালিশ যেতে পারে সেই ভয়ে তারা ছিল সদা সতর্ক। বন্ধুদের আড্ডায় কেউ ধূমপান না করলেও তার প্রতি সম্মান বজায় রেখে ধূমপান করত অন্যরা। সেসব তরুণ এক সময় মধ্যবয়সে পৌঁছালেও পুরনো ভয় ও সম্মানের জায়গাটা বজায় রেখে ধূমপানে সতর্কতা অবলম্বন করত।
এখন সময় পাল্টেছে, একবিংশ শতাব্দীতে বাংলাদেশে আধুনিকতার ছোঁয়া লেগেছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। এখন তরুণ-তরুণীরা আধুনিকতার পেছনে ছুটছে। ধূমপান করা স্মার্টনেস মনে করছে। বাসার মধ্যে নিজের থাকার রুমে, পথেঘাটে যেকোনো জায়গাতেই প্রকাশ্যে ধূমপান করছে। বহু তরুণীকেও ধূমপান করতে দেখা যায়। ধূমপান এখন এতটাই স্মার্টনেসে পরিণত হয়েছে যে, অনেকেই ধূমপানরত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছে।
সরকার প্রকাশ্যে ধূমপান নিষেধ ও জরিমানার বিধান করে আইন করলেও এর বাস্তবায়ন নেই। প্রকাশ্যে ধূমপায়ীকে ৩০০ টাকা জরিমানার বিধান রয়েছে। তবু কমছে না ধূমপায়ীর সংখ্যা। সেই সাথে প্যাকেটের গায়ে ভয়াবহ ক্ষতিকর কথা লেখা থাকাসহ সিগারেটের দাম বিগত দশকের তুলনায় দ্বিগুণ বাড়লেও দিন দিন বাড়ছে ধূমপায়ীর সংখ্যা। বিদ্যমান আইনে ১৮ বছর বয়সী কারো কাছে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষেধ হলেও কোন বিক্রেতাই মানছে না আইন।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৪(১) ধারা মতে পাবলিক পরিবহন বা পাবলিক প্লেসে ধূমপান করলে ধূমপায়ীকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ধূমপান করতে দিলে ওই প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা, ৬(ক)-(১) ধারা মতে ১৮ এর নিচে বয়স্ক কারো কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা, ৮(১) ধারা মতে পাবলিক পরিবহন/প্লেসে ধূমপানবিরোধী সতর্কতামূলক নোটিশ প্রদর্শন না করলে ১০০০ টাকা জরিমানার বিধান রাখা হলেও ধূমপায়ী কিংবা বিক্রয়কারীসহ বহু পাবলিক পরিবহনই মানছে না এই নিয়ম। হ
লেখক : শিক্ষার্থী, সাংবাদিকতা


আরো সংবাদ



premium cement
আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিককে পঙ্গু করে রেখেছিল : ড. মাসুদ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ৩ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি থেকে বাদ গেল শেখ পরিবারের নাম বইমেলায় ৮ ও ১৫ ফেব্রুয়ারি সময় পরিবর্তন হচ্ছে, থাকছে না শিশুপ্রহর রাখাইন স্টেট : ঘুমধুমে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার ফ্যাসিবাদ উৎখাত করেছে ছাত্ররা আর তাদের সাহস জুগিয়েছেন শিক্ষকরা মশিউর রহমানের নতুন বই ‘টেকসই সমৃদ্ধিতে আল-কুরআনের দর্শন’ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে ঢাকা সফর করতে পারেন : তৌহিদ আ’লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা আগামী বছর থেকে : মুহাম্মদ আবদুল্লাহ শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক

সকল