০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

নদী খনন অপরিহার্য

-

নদ-নদী পরিবেষ্টিত এই বাংলাদেশ। নদী বাঁচলে আমাদের দেশ বাঁচবে। নদী মরে গেলে এ দেশের অস্তিত্ব টিকে থাকবে কিনা সেটা বড় প্রশ্ন। বেশ কিছু নদী দেশের বুক থেকে বিলীন হয়ে গেছে। যেমনÑ গাজীপুরের লবলং সাগর, ফরিদপুরের কুমার নদ প্রভৃতি। নামেমাত্র চিহ্ন ছাড়া তাদের অস্তিত্ব আর বজায় নেই। মাঝে মধ্যে মিডিয়ায় প্রচার করা হয়Ñ ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও বাংলাদেশের নিম্নাঞ্চল সমুদ্রে বিলীন হয়ে যাবে। এ ক্ষেত্রে কোনো কোনো পত্রিকায় ৫০ বছর বা ৭০ বছর সময়েরও উল্লেখ করা হয়েছে। এদিকে, প্রতি বছর অন্তত প্রতিটি নদী এক ফুট করে ভরাট হয়ে যায়। এভাবে ৫০ বছর চলতে থাকলে নদী ভরাটের পরিমাণ গিয়ে ঠেকবে ৫০ ফুটে। তাহলে নদী তার বক্ষে ৫০ বছর পর এখনকার থেকে ৫০ ফুট গভীরতা হারাবে। ফলে তার বুকে পানি ধারণক্ষমতা ওই পরিমাণ কমে যাবে। এতে করে নদী থেকে উপচে পড়া পানি দু’কূল ভাসিয়ে দিতে বাধ্য হবে, যার ফলে স্বাভাবিকভাবেই নিম্নাঞ্চল সমুদ্রে বিলীন হতে পারে।
নদী ভরাটের কারণে পানির স্বাভাবিক প্রবাহ হচ্ছে বাধাগ্রস্ত। ফলে নদীর দুই তীর ভেঙে মানুষকে করছে ভিটামাটি ছাড়া। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে নদী খনন একান্তই অপরিহার্য। দেশে যত উন্নয়নেরই ঢাকঢোল পেটানো হোক না কেন, নদী খনন না করলে তা কোনো কাজে আসবে না। নিম্নাঞ্চল সমুদ্রে বিলীন হয়ে গেলে ঢাকা শহরের ফ্লাইওভার আর অ্যালিভেটেড ওয়ে এবং উন্নত সড়ক কতটুকু ‘উন্নতি’ এনে দেবে? ২৪ ঘণ্টার জন্য বিরতিহীন নদী খনন কার্য বহাল রাখতে হবে। প্রতি বছরের বাজেটে একটি বড় অংশ বরাদ্দ রাখতে হবে এ কাজের জন্য। এর দ্বারা ড্রেজার ক্রয় করতে হবে, নদী ভরাট করে যেসব ঘরবাড়ি বা স্থাপনা নির্মাণ করে নদীর পরিসর কমিয়ে ফেলা হয়েছে তা এখনই উচ্ছেদ করতে হবে এবং নদীর সাবেক আয়তন আবার ঠিক করতে হবে।
দেশের কোনো উন্নয়নই টেকসই হবে না, যদি নদ-নদী নিয়মিত খনন করার কাজ হাতে নেয়া না হয়। নদী আমিষের অভাব পূরণ করে তার বক্ষে লালিত মৎস্য সম্পদ উপহার দিয়ে। লাখ লাখ জেলে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে এর পানিতে। খনন না করলে সেই মাছ একসময় হারিয়ে যাবে। ফলে যেমন দেখা দেবে আমিষের অভাব, তেমনি বেকার হবে লাখ লাখ মানুষ। ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদের দুই পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে কুমার নদ থেকে শুরু করে পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ সব নদীর খননকাজ অবিলম্বে শুরু করা হোক। হ
লেখক : কবি

 


আরো সংবাদ



premium cement