২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সালাম মুর্শেদীর রাজনৈতিক কার্যালয় ঢাকার এনভয় টাওয়ারে ভাঙচুর ঠেকিয়েছে শিক্ষার্থীরা

- ছবি : ইউএনবি

ঢাকার পান্থপথের এনভয় টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই ঘটনা ঘটে।

এই ভবনটিতে অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর রাজনৈতিক কার্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। ফলে এটি বিক্ষুব্ধ জনতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

বিক্ষুব্ধ একদল ব্যক্তি ভবনটিতে আগুন লাগানোর চেষ্টা করলে এবং ভবনটির কাচের জানালা ভেঙে ফেলে। তবে, ছাত্র স্বেচ্ছাসেবকদের দ্রুত পদক্ষেপ আরও ক্ষতি রোধ করে এবং স্থাপনাটি রক্ষা পায়।

এনভয় টেক্সটাইল মিলের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আহমেদের মালিকানাধীন এনভয় টাওয়ার প্রায় তিন বছর পর মুর্শেদীর দখল থেকে মুক্ত করা হয়েছে।

আজ মুর্শেদীর রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এনভয় টাওয়ার থেকে আসবাবপত্র ও কাগজপত্র সরিয়ে ফেলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুর্শেদী আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

সালাম মুর্শেদীর রাজনৈতিক কার্যালয় হিসেবে এটি ব্যবহারের কারণে সরকারের পতনের পর থেকে ভবনটি একাধিক হামলার সম্মুখীন হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement