চালু হলো লোকাল ট্রেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ আগস্ট ২০২৪, ০৯:৫৮
আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতার কারণে বেশ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার আবারো লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে।
এদিন সকাল থেকেই বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে প্রতিটি ট্রেনেই যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।
এর আগে, সোমবার সারা দেশে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।
আর আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।
একই ধারাবাহিকতায়, আগামী শনিবার থেকে ঢাকায় নিয়মিতভাবে চলাচল করবে মেট্রোরেল।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
তিন সপ্তাহেরও বেশি সময় পর সেগুলোর চলাচল আবারও স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি