১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

৩ টিভি চ্যানেলে হামলা

- ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতির মধ্যেই ঢাকার সংবাদভিত্তিক তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা ঘটেছে। টিভি চ্যানেলগুলো হলো সময় নিউজ, একাত্তর নিউজ এবং ইনডিপেনডেন্ট নিউজ।

এর মধ্যে সময় এবং একাত্তর নিউজের সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এছাড়া ইনডিপেনডেন্ট নিউজের সরাসরি সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যমটির কর্মকর্তারা।

সময় নিউজের কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় আকস্মিকভাবেই বাংলামোটর এলাকায় অবস্থিত গণমাধ্যমটির কার্যালয়ে হামলা চালায় একদল ব্যক্তি।

ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধর করা হয়।

কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একই ঘটনা ঘটেছে একাত্তর নিউজের কার্যালয়ে। অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ইনডিপেনডেন্ট নিউজের কার্যালয়ে ঢুকতে না পারলেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।

ফলে নিরাপত্তার কথা ভেবে বেশিভাগ কর্মীকে অফিস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হামলার শিকার তিনটি গণমাধ্যমই ‘আওয়ামী লীগ ঘরানা’ বলে আন্দোলনকারীদের অভিযোগ রয়েছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
কুলিয়ারচরে মসজিদ ও মাজার ভাঙচুরসহ হত্যাকাণ্ডের ঘটনায় ২টি মামলা কুলিয়ারচরে মসজিদ ও মাজার ভাঙচুরসহ হত্যাকাণ্ডের ঘটনায় ২টি মামলা ইবির পাঁচ বিভাগে নতুন সভাপতি নিয়োগ শেরপুরে তিন দিনব্যাপী সিরাতুন্নবী সা: মাহফিল, আজ ছিল শেষ দিন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব রাজবাড়ীতে সাবেক অতিরিক্ত ডিআইজি-ওসিসহ ৭ জনের নামে মামলা গজারিয়ায় মামলা তুলে না নেয়ায় ২ সাংবাদিকের ওপর হামলা ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পরিসংখ্যান শ্রীনগরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ৩

সকল