সহিংসতার মামলায় ঢাকায় গ্রেফতার অব্যাহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুলাই ২০২৪, ১১:৪৮
কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংতার ঘটনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত, মানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শুধুমাত্র রাজধানী ঢাকা থেকেই মোট ৬৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।
এর আগের দুই দিনে ডিএমপি মোট ১ হাজার ১১৭ জনকে গ্রেফতার করেছিল। এ হিসাবে, এখন পর্যন্ত মোট গ্রেফতারকৃত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৭৫৮ জন।
প্রাথমিকভাবে মামলার সংখ্যা ছিল ৩৮টি। তবে এখন ‘মামলার সংখ্যা কিছুটা বেড়েছে’ বলে বলে বিবিসিকে জানিয়েছেন ডিএমপি’র মিডিয়া শাখার ডিসি গোলাম ফারুক।
গ্রেফতারকৃতদেরকে রাজধানীর বিভিন্ন থানা থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তারপর তাদেরকে হয় রিমান্ডে নেয়া হয়, অথবা সরাসরি কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন যে- ‘সিসিটিভি ক্যামেরা, গোয়েন্দা রিপোর্ট’ -এর ভিত্তিতে তারা গ্রেফতার অভিযান চালাচ্ছেন।
সূত্র : বিবিসি