২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশব্যাপী কবে চালু হবে ইন্টারনেট?

দেশব্যাপী কবে চালু হবে ইন্টারনেট - সংগৃহীত

টানা পাঁচ দিন, গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ইন্টারনেট বন্ধ থাকার পর গতকাল রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনো সবাই ইন্টারনেট পাচ্ছেন না।

এদিকে, কবে নাগাদ দেশব্যাপী ইন্টারনেট সেবা চালু হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু বলতে পারছে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার রাত ৮টার পর প্রাথমিকভাবে শুধু বাংলাদেশের রাজধানী ঢাকা ও বাণিজ্যিক শহর চট্টগ্রামের কিছু কিছু এলাকার ব্রডব্যান্ড সংযোগগুলো চালু হয়েছে।

অন্যান্য বিভাগে কবে নাগাদ আসবে, সে ব্যাপারে বিটিআরসি’র সচিব নূর-ই-খাজা আলামীন বলেন, ‘ধাপে ধাপে আসবে, কাজ চলছে, দিয়ে দিবে।’

‘আসলে এটা টেকনিক্যাল বিষয়। অনুমান করে এখনো বলা যাচ্ছে না যে কবে আসবে।’
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement