কারফিউতে যখন চলবে দূরপাল্লার বাস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুলাই ২০২৪, ১১:২৭
গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ চলছে। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানানো হয়েছে।
এ সময়ে দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে বলা হয়েছে, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।
এদিকে টানা তিন দিন সাধারণ ছুটির পর আজ বুধবার (২৪ জুলাই) থেকে চালু হচ্ছে সরকারি ও বেসরকারি সব অফিস। এদিকে আজ ও বৃহস্পতিবার ( ২৪ ও ২৫ জুলাই) ব্যাংকের লেনদেন চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার থেকে সারা দেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোন কোন শাখা খোলা থাকবে নিজ নিজ ব্যাংক সেই সিদ্ধান্ত নেবে।
এছাড়া, বুধ ও বৃহস্পতিবার আদালতের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতে বিচারকাজ চলবে।
আর কারফিউ শিথিলের সময় সারাদেশে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি (বিডিএমএস)।
সংগঠনটি জানায়, বুধবার (২৪ জুলাই) ঢাকায় সব বিপণিবিতান খোলা থাকবে; তবে বেচাকেনা চলবে কারফিউর বিরতিতে। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সময় কারফিউ শিথিল থাকবে, সে সময়ে বিপণিবিতান খোলা থাকবে।