২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ

দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ - প্রতীকী ছবি

দেশের কয়েকটি স্থানে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এর মধ্যে চট্টগ্রামের বশরুজ্জামান চৌধুরী চত্বরে, নাটোরের কানাইখালিতে ও মাদারীপুরে পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে।

মাদারীপুরের খালপাড় এলাকায় সকাল সাড়ে ৯টায় কোটা আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এলে তাদের বাধা দেয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ।

পরে সেখানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় চার থেকে পাঁচজন আহত হলে তাদের হাসপাতালে নেয়া হয়।

সেখানে এখনো ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এদিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠন। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement