২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যাত্রাবাড়ী থেকে কিশোরের লাশ উদ্ধার

যাত্রাবাড়ী থেকে কিশোরের লাশ উদ্ধার -

যাত্রাবাড়ী মাতুয়াইলে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কোনাপাড়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

যাত্রবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, ‘মৃতের পরিচয় পাওয়ার জন্য সিআইডি টিম কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘এটি কি হত্যা, নাকি অন্য কোনোভাবে মারা গেছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

এছাড়া লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement