ডিএনসিসির মশা নিধন অভিযান : লার্ভা পাওয়ায় ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুলাই ২০২৪, ২২:০৮
এডিস মশার প্রকোপ কমাতে নগরীর ১০টি অঞ্চলে একযোগে অভিযান চালিয়ে ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৮ জুলাই) বিভিন্ন ভবন পরিদর্শন করে মশার লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালার এই জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
উত্তরায় অভিযান চালিয়ে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় তিন হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হোসেন অভিযান পরিচালনা করেন। তেজগাঁওয়ে দুইটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় দুই বাড়িওয়ালাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মিরপুর শাহ আলীবাগ এলাকায় মশা নিধন অভিযান পরিচালনার সময় দুইটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোহাম্মদপুর এলাকায় মশা নিধন অভিযানে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় তিন বাড়িওয়ালাকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাড্ডা এলাকায় অভিযান পরিচালনার সময় একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অন্যান্য অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে মাইকিং করা হয়। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা