সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের ভূমিকা নিয়ে বিএআরসির কর্মশালা
- নিজস্ব প্রতিবেদক
- ২৫ জুন ২০২৪, ১৮:৫৪, আপডেট: ২৫ জুন ২০২৪, ১৯:৪৭
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। নার্সভুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (অনুসন্ধান ও তদন্ত) আব্দুল্লাহ আল জাহিদ।
বিএআরসি’র সদস্য পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো: ছায়ফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। দুদক পরিচালকের প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্বে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। বেশিরভাগ প্রশ্নই ছিল সাম্পতিক সময়ে আলোচিত ছাগলকাণ্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে নিয়ে। মূল প্রবন্ধ উপস্থাপনের সময় দুদক কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বিভিন্ন উদাহরণ তুলে ধরে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবার করণীয়ের কথা জানান। একইভাবে বেনজীর ও মতিউর ইস্যু নিয়ে উত্থাপিত প্রশ্নেরও উত্তর দেন।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটস্থ তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিএআরসি তথা নার্সভুক্ত গবেষণা প্রতিষ্ঠান বারি, ব্রি, বিজেআরআই, বিনা,বিএসআরআই, বিডব্লিউএমআরআই, এসআরডিআই, বিএফআরআই, বিএলআরআই, বিএফআরআই, বিটিআরআই, সিডিবি ও বিএসআরটিআই-এর কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।