০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

রাজধানীতে গাছের সাথে গাড়ির ধাক্কায় ২ বন্ধু নিহত, আহত ৩

- প্রতীকী ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সায়েম রেজা রাব্বি ও মোহাম্মদ রাসেল। আহতরা হলেন রাতুল, সাগর ও বিপ্লব।

নিহত রাব্বির বাবা সেলিম রেজা জানান, সোমবার রাতে তার ছেলে রাব্বিসহ পাঁচ বন্ধু রাতুলের প্রাইভেটকার নিয়ে বেড়াতে যান।

রাত সাড়ে ১২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি প্রথমে রাস্তার সড়ক বিভাজকে ধাক্কা মারে এবং অবশেষে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ বন্ধু গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাব্বি ও রাসেলকে মৃত ঘোষণা করেন।

রাতুল ও সাগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আর তাদের বন্ধু বিপ্লব ঢাকার আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement