২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল - সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকেই বৃষ্টির কবলে পড়েছে রাজধানী। এর প্রভাব পড়েছে মেট্রোরেল চলাচলেও। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই ফল করাই প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো। পরে সকাল ৯টার দিকে আবার চলাচল শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৭টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। এ সময় স্টেশনগুলোতে অফিসগামী মানুষের ভিড় জমে যায়।

তিনি জানান, শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। যার ফলে এই সময়টাতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।


আরো সংবাদ



premium cement