মেট্রোরেল চলাচল আবার শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২৪, ২০:৫২
প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল আবার চালু হয়েছে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মেট্রোরেল চলাচলকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। পরে আবার চালু হয়।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়ার ঘোষণাও দেয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণার পর রাজধানীর কারওয়ান বাজার স্টেশন থেকে কয়েকশ যাত্রী নিচে নেমে আসেন। তাদের অনেকে জানান, সন্ধ্যা ৭টায় ট্রেন না ছাড়ায় চলে যাচ্ছেন। তবে তাদের একক যাত্রার টিকিটের টাকা ফেরত দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা