২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই

আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের। - ছবি : সংগৃহীত

‘আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই’ এমনটাই দাবি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ চাওয়ার কথা জানান তিনি।

মুমতারিন ফেরদৌস ডরিন সাংবাদিকদের বলেন, ‘আমার সাথে সর্বশেষ বাবার ভিডিও কলে কথা হয়। তিনি বলেছিলেন, আম্মু আমি ভারতে যাচ্ছি। দুই-একদিনে চলে আসব। তোমার দাঁতের যত্ন নিও। তোমার দাঁতে সমস্যা। আমি ইন্ডিয়া থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি থাকো, আমি আসতেছি। এ কথা বলে গেছে। এরপরে আর কথা হয়নি।’

মুমতারিন ফেরদৌস আরো বলেন,‘আমি এখনই কাউকে সন্দেহ করছি না। তবে কারা আমি দেখতে চাই। এরপর আমি বলব। যাদেরকে ধরা হয়েছে এবং যাদের ধরার পরিকল্পনা হচ্ছে, তাদেরকে ধরতেও আমি সহযোগিতা চাচ্ছি। তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বের হয়ে আসবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন,‘আটকদের আমি চিনি না। কিন্তু আমি চিনতে চাই। হারুন স্যারকে (ডিবি প্রধান) আমি বলে এসেছি, আপনি আইডেন্টিফাই (শনাক্ত) করেন। আমাকে চেনান তারা কারা? আমি তাদের চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। কারা আমাকে এভাবে এতিম করে দিল?’


আরো সংবাদ



premium cement
প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান

সকল