২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার

কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার - প্রতীকী ছবি

ঢাকার কমলাপুর স্টেশনে ট্রেন থেকে মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।

মোশারফ হোসেন (৪০) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছাপাড়া গ্রামের বাসিন্দা।

চট্টগ্রামের কর্মস্থল থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং পরে মারা যান। তিনি চট্টগ্রামের কালুরঘাটে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে গ্রামে ফিরছিলেন তিনি। ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থা দেখে সন্দেহ হয় সহযাত্রীদের। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোশারফ হোসেন স্ট্রোক করে মারা গেছেন। তার পরিবার জানিয়েছে এর আগেও তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই বুধবার দুপুরে তার লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement