এমভি আব্দুল্লাহকে কত টাকা মুক্তিপণে ছাড়ল সোমালি জলদস্যুরা?
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ এপ্রিল ২০২৪, ২০:৩৪
মুক্তিপণ নিয়ে সোমালিয়ার উপকূল থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহকে ছেড়ে দিয়েছে সোমালি জলদস্যুরা। শনিবার (১৩ এপ্রিল) সোমালিয়ার সময় দিবাগত রাত ১২টা ৮ মিনিটে দস্যুরা জাহাজটি ছেড়ে তীরের দিকে চলে যায়।
বার্তা সংস্থা রয়টার্স দু’জন জলদস্যুর বরাত দিয়ে জানিয়েছে, তারা মুক্তিপণ হিসেবে নিয়েছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৫৪ কোটি ৭৫ লাখ টাকার মতো।
এই দুই জলদস্যুর একজন আব্দুর রশিদ ইউসুফ রয়টার্সকে বলেছেন, ‘কথামতো দুই রাত আগে আমাদের কাছে টাকা পৌঁছানো হয়। আমরা এগুলো চেক করি যে আসল না নকল। তারপর আমরা ভাগাভাগি করে নিই এবং সরকারি বাহিনীগুলোকে এড়িয়ে চলে যাই।’
তিনি আরো জানান, সব নাবিকসহই জাহাজটি ছেড়ে দেয়া হয়েছে।
তবে সোমালিয়া সরকার এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।
গত মার্চে মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ।
সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল পূর্বে অপহরণের এ ঘটনা ঘটে।
সোমালি জলদস্যুরা ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশের দীর্ঘ উপকূলরেখার সাগরে ব্যাপক বিশৃঙ্খলা করেছিল। পরে কিছুদিন নিরব থাকলেও গত বছরের শেষের দিকে তারা আবার তাদের অপরাধ কার্যক্রম শুরু করে দেয়।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা