২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সোমালিয়া উপকূলে ‘এমভি আব্দুল্লাহ’

সোমালিয়া উপকূলে ‘এমভি আব্দুল্লাহ’ - সংগৃহীত

বাংলাদেশী ২৩ নাবিকসহ ‘এমভি আব্দুল্লাহ’ জাহাজটি সোমালিয়া উপকূলের নোঙর এলাকা থেকে ২০ নটিক্যাল মাইল দূরে রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর বরাত দিয়ে এ তথ্য জানান বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘সম্ভবত জাহাজটি এখন সোমালিয়া উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে আছে। আশা করছি আর ২ ঘণ্টা পর (দুপুর ২টা) সেটি জলদস্যুদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে।’

এদিকে এমভি আবদুল্লাহর চিফ অফিসার ক্যাপ্টেন মো: আতিক উল্লাহ খান নতুন একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন। এতে তিনি বলেন, ২৩ নাবিক ও ক্রু সুস্থ আছেন এবং জলদস্যুরা তাদের সেহেরিও খেতে দিয়েছেন।

বাংলাদেশ মার্চেন্ট নেভির ক্যাপ্টেন আতিক ইউএ খানের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই অডিও বার্তায় পাঠানো হয় বলে জানান তিনি।

আতিক ইউএ খান সাংবাদিকদের বলেন, ‘সোমালিয়ার জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা জাহাজ এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের অডিও মেসেজ পেয়েছি। অন্য কোনো মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হতে অডিওটা এসেছে। মঙ্গলবার রাতে সবার মোবাইল সিজ করা হয়েছিল।’

অডিও বার্তার বরাত দিয়ে তিনি বলেন, ‘ওদের সবাইকে জাহাজের ব্রিজে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে শারীরিকভাবে আঘাত করা হয়নি। সবাই যেহেতু কো-অপারেশন করছে তাই জলদস্যুরাও ভালো আচরণ করছে। ওদেরকে গতরাতে সেহরি দেয়া হয়েছিল বলে জেনেছি। এমভি আবদুল্লাহ আজ দুপুরে সোমালিয়ার কোস্টে গিয়ে নোঙর করবে।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement