২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মার্কেটে অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষকে দায়ী করতে হবে : দোকান মালিক সমিতি

মার্কেটে অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষকে দায়ী করতে হবে : দোকান মালিক সমিতি - ছবি : ইউএনবি

মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের জন্য বাজার কর্তৃপক্ষকে দায়ী করা উচিত বলে মনে করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

হেলাল উদ্দিন আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে কোনো মার্কেটে অগ্নিকাণ্ড ঘটলে সে মার্কেট বন্ধ রাখা হবে।

তিনি বলেন, ‘আমরা কোনো বাজার বন্ধ করতে পারি না, তাই আমরা পুলিশকে অনুরোধ করি যেকোনো বাজারের বিল্ডিং উপযুক্ত কি না তা পরীক্ষা করার জন্য নিয়মিত তারা অভিযান পরিচালনা করুন। চলাচলের জন্য কোনো জায়গা নেই এবং অনেক মার্কেটের পানি সংরক্ষণের জায়গাগুলোও বন্ধ পাওয়া যায়।’

রমজান মাসে অগ্নিকাণ্ড এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনে রাতে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement