এবার গাউসুল আজম মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে আনলো ফায়ার সার্ভিস
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ মার্চ ২০২৪, ১৭:১১, আপডেট: ০২ মার্চ ২০২৪, ১৭:৫৪
এবার রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় সহজেই তা নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দফতর।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে গাউসুল আজম মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরো অন্তত ২০ জন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।