বেইলি রোডে আগুন : ৪১ লাশ হস্তান্তর
- মেডিক্যাল প্রতিবেদক
- ০১ মার্চ ২০২৪, ১৯:০১
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত ৪১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো শনাক্ত বাকি ৫ জনের লাশ। এরমধ্যে দুটি লাশ নিজেদের স্বজন বলে দাবি করছেন চারজন। এছাড়া মর্গে থাকা তিনটি লাশের জন্য এখনো কোনো স্বজন আসেনি বলে জানা গেছে।
শুক্রবার পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিএনএ স্পেশালিষ্ট আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে থাকা দুটি লাশকে নজরুল ইসলাম, হাসিনা বেগম, আমিনা বেগম এবং ওয়ালিউল্লাহ নামে চারজন নিজেদের স্বজন বলে দাবি করছেন। এ দুটি লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। আমরা স্বজনদের ডিএনএ নমুনা রেখেছি। নমুনা পরীক্ষা শেষে তাদের প্রকৃত পরিচয় জানা যাবে। এছাড়া মর্গে থাকা আরো তিনটি লাশের জন্য এখনো কোনো স্বজন আসেননি বলে জানান ডিএনএ স্পেশালিষ্ট আশরাফুল আলম।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান বাসসকে জানান, নিহত ৪৬টি লাশের মধ্যে অন্তত ৩৯ জনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৭ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত ৩৯ জনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
অজ্ঞাত পরিচয় সাতজনের লাশের বিষয়ে তিনি বলেন, এর মধ্যে পাঁচজনের লাশ এখনো কেউ দাবি করেনি। তাদের চেহারা বুঝা যাচ্ছে। তবে একটি লাশ পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনের প্রতিটি ফ্লোরে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৬ জনের মৃত্যুর তথ্য জানান। আর চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। তাদের অবস্থা শম্কামুক্ত নয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা