বেইলি রোডে আগুন, নিহত ২ জনকে স্বজন দাবি করছেন ৪ জন
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ মার্চ ২০২৪, ১৭:৪০
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহত ৪১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পাঁচজনকে শনাক্ত যায়নি। এরমধ্যে নিহত দুজনকে নিজেদের স্বজন বলে দাবি করছেন চারজন। এছাড়া মর্গে থাকা তিনটি লাশের জন্য এখনো কোনো স্বজন আসেননি বলে জানা গেছে।
পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিএনএ স্পেশালিস্ট আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে থাকা দুটি লাশকে নজরুল ইসলাম, হাসিনা বেগম, আমিনা বেগম ও ওয়ালিউল্লাহ নামে চারজন নিজেদের স্বজন বলে দাবি করছেন। এ দুটি লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। আমরা স্বজনদের ডিএনএ নমুনা রেখেছি। নমুনা পরীক্ষা শেষে তাদের প্রকৃত পরিচয় জানা যাবে।
এছাড়া মর্গে থাকা আরো তিনটি লাশের জন্য এখনো কোনো স্বজন আসেননি বলে জানান ডিএনএ স্পেশালিস্ট আশরাফুল আলম।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনের প্রতিটি ফ্লোরে। স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন ৪৬ জনের মৃত্যুর তথ্য জানান। আর চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। তাদের অবস্থা শঙ্কামুক্ত নয়।