আবারো ত্রুটির কারণে বন্ধ মেট্রোরেল চলাচল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০২, আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৮
প্রযুক্তিগত ত্রুটির কারণে আবারো বন্ধ রয়েছে মেট্রোরেল। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার বেলা ২টা ২০ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘টেকনিক্যাল ফল্টের’ (প্রযুক্তিগত ত্রুটি) কারণে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল।
উল্লেখ্য, বিভিন্ন কারণে বেশ ক’বার মেট্রোরেল বন্ধ হয়ে যায়, যা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
এদিকে, যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ থেকে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৫ নভেম্বর থেকে উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়।