উইঘুরদের সমর্থন ঢাকায় বিক্ষোভ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩, আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪
উইঘুরদের সমর্থনে ঢাকায় বিক্ষোভ হয়েছে। কয়েকটি স্থানে এই বিক্ষোভ হয়।
সোমবার সেচতন নাগরিক সমাজের ব্যানারে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ২৫০ থেকে ৩০০ লোক ব্যানার, পোস্টার ও প্লাকার্ড নিয়ে উইঘুর মুসলিমদের সমর্থনে জড়ো হয়েছিল।
বিক্ষোভকারীদের পোস্টারে উইঘুর মুসলিমদের ওপর পরিচালিত নৃশংসতার চিত্র তুলে ধরা হয়।
এছাড়া মুক্তিযোদ্ধা মঞ্চ ২৭তম গুলজা ম্যাসাকার দিবস উপলক্ষে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সভা করে। মুক্তিযোদ্ধা মঞ্চের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল জিনজিয়াং প্রদেশে স্রেফ মুসলিম হওয়ার কারণে উইঘুরদের ওপর নির্যাতন চালানোর নিন্দা করেন। ১৯৯৭ সালের এই দেন জিনজিয়াংয়ের গুলজা নগরীতে নিরীহ বিক্ষোভকারীদের ওপর হত্যাকণ্ড চালানো হয়।
সমাবেশে মুক্তিযোদ্ধা মঞ্চের সেক্রেটারি আল মামুন স্বাধীনতাবিরোধ শক্তির সহায়তায় বাংলাদেশকে ঋণ ফাঁদে ফেলতে প্রলুব্ধ করছে।
মঞ্চের সমন্বয়কারী মো. নূর আলম চীনা কোম্পানিগুলোর বাংলাদেশী শ্রমিকদের ওপর নির্যাতন চালানোর ঘটনা তুলে ধরেন।