মেট্রোরেলে ত্রুটি, চলাচল বন্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৯, আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৮
কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে আছে। আজ রোববার বেলা পৌনে ৩টার দিকে এমন অবস্থা হয়।
এর ফলে ভেতরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, কারিগরি ত্রুটি মেরামতে একটি দল কাজ করছে। তবে কারিগরি ত্রুটি কী ধরনের, তা জানাননি তিনি।
মেট্রোরেলে যাতায়াতকারী কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝিতে মেট্রোরেলের তার ছিঁড়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে।
তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি মেট্রোরেলের চলাচল।