ক্যান্সার আক্রান্ত ওয়াহিদুর বাঁচতে চান
- আহমেদ ফয়সাল
- ১৫ জানুয়ারি ২০২৪, ২২:৩৫
এক সময় নিয়মিত রক্তদান কর্মসূচির মাধ্যমে বাঁচিয়েছেন হাজারো মানুষের জীবন। যুক্ত ছিলেন মানবিক বিভিন্ন কাজেও। সদা হাসিখুশি মানুষ হিসেবে পরিচিত ওয়াহিদুর রহমান রাজধানীতে একটি ট্রাভেল অ্যাজেন্সি চালাতেন।
ওয়াহিদ এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা নিচ্ছেন ভারতের চেন্নাইয়ের কাওভেরি হাসপাতালে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা।
চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে তিনি জানান, তার দুটি সন্তান রয়েছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তিনি। নিজের জমানো টাকা ও স্বজনদের সহয়তায় এখন চিকিৎসা চলছে। চেন্নাইয়ে বর্তমানে চিকিৎসা চলছে তার। সেখানে একটি কেমোথেরাপি দেয়া হয়েছে, আরো পাঁচটি লাগবে। চিকিৎসার টাকা জোগাড় হলে আবার হাসপাতালে গিয়ে কেমোথেরাপি নিবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াহিদ লেখেন, ‘ক্যান্সার একটি জমিদারি রোগ। এর চিকিৎসা নিম্নমধ্যবিত্ত বা মধ্যবিত্তের পক্ষে একার করার সম্ভাবনা কম। প্রয়োজন সকলের অংশগ্রহণ। একটু সহায় হয়ে যদি আপনারা এগিয়ে আসেন, আমি হয়তো ফুটফুটে বাচ্চা দুটির কাছে হাস্যোজ্জ্বল চেহারায় ফিরে আসব।’
ওয়াহিদুর রহমানকে সহায়তা পাঠাতে ব্যাংক অ্যাকাউন্ট : ওয়াহিদুর রহমান, ১৫০.৫১০.০৩২.৮৭২০০০১ ব্র্যাক ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা অথবা 01811511412 (পারসোনাল নগদ ও বিকাশ অ্যাকাউন্ট)।