২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তেজগাঁওয়ে আগুন : ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

তেজগাঁওয়ে আগুন : ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন - ছবি : বাসস

রাজধানীর তেজগাঁয়ের কারওয়ান বাজার রেললাইন-সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুনে পুড়ে দু’জন মৃত্যু হয়েছে। এছাড়াও আরো দুজন দগ্ধ হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি) সদর দফতর।

শুক্রবার দিবাগত রাত ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় শারমিন ও তার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। ছেলের নাম জানা যায়নি। তাদের বিস্তারিত পরিচয় জানতে পুলিশ কাজ করছে। লাশ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাখা হয়েছে।

দগ্ধরা হলেন নাজম বেগম (২৫) ও ছেলে নজরুল ইসলাম (৪)। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের দু’জনকে উদ্ধার করে স্বজনরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। নাজমা বেগম নারায়ণগঞ্জ আড়াইহাজারের দাসপাড়া ফকির বাড়ি গ্রামের ওমর ফারুকের স্ত্রী।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার জানান, শুক্রবার রাত ২টা ২৩ মিনিটে কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২টা ২৮ মিনিটে। মোট ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে মোল্লাবাড়ির বস্তির প্রায় দেড় শতাধিক ঘর পুড়েছে হয়েছে। এই ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাচঁ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

তিনি আরো বলেন, তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তদন্ত কমিটির সভাপতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব ঢাকা বিভাগের উপ-পরিচালক মো: ছালেহ উদ্দিন। বাকি তিন সদস্য হলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকার সহকারী পরিচালক মো: আনোয়ারুল হক, জোন-১-এর উপ-সহকারী পরিচালক মো: তানহারুল ইসলাম, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: নাজিম উদ্দিন।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নাজমা বেগমের শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে, আর নাজমার ছেলে আগুনের ধোয়ায় অসুস্থ হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলেন, ‘রাতে কারওয়ান বাজারে আগুনে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে ১৩টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল