গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন : কারণ জানা যায়নি এখনো
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:৩৩
ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসা ট্রেনটিতে আগুন লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
র্যাবের গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলেই সাংবাদিকদের জানান যে তখন পর্যন্ত ট্রেনের ভেতর থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাত সাড়ে ৯টার দিকে গোপীবাগ কাঁচাবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
জানা গেছে ট্রেনটির কয়েকটি বগিতে আগুন জ্বলতে দেখা গেছে এবং সেখানেই ট্রেনটি থেমে গেলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে।
দ্রুতই ফায়ার সার্ভিসের একাধিক দল সেখানে পৌঁছায়। নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে ট্রেনটিতে তল্লাশি চালানো হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি র্যাব। মঈন বলেন, রেল কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত করছে, পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও এ নিয়ে কাজ করছে।
আগুনে ট্রেনটির তিনটি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন।
মহিদ বলেন, 'মানুষকে ভীত, সন্ত্রস্ত করা, স্বাভাবিক জীবন যাপনকে বাধাগ্রস্ত করাই এ ঘটনার উদ্দেশ্য।'
শুক্রবার রাতে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এটি যে নাশকতা, সেটি তো স্পষ্ট। পরিকল্পিতভাবে এটি করা হয়েছে। যারা করেছে তাদের আইনের আওতায় নেয়া হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৩৬ ঘণ্টারও কম সময় বাকি থাকতে এই আগুন লাগল।
সূত্র : বিবিসি