মেঘনায় কার্গোর ধাক্কায় বরিশালগামী লঞ্চের তলায় ফাটল, নারী নিখোঁজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জানুয়ারি ২০২৪, ১৪:০৬
চাঁদপুর জেলার মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ মালবাহী কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়েছে। এতে এক নারী যাত্রী নিখোঁজ এবং অপর যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নারী রীনা বেগম (৩০)। তিনি পিরোজপুর জেলার পারের হাট সংকরপাশা এলাকার মো: ওয়ালি উল্লাহর স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই লঞ্চে ছিলেন। স্বামী ওয়ালি উল্লাহ তার স্ত্রী নিখোঁজ বলে দাবি করেন।
এ ঘটনার পর লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং একজন নিখোঁজ হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পাঁচ শতাধিক যাত্রী।
তবে ধাক্কা দেয়া সেই কর্গো জাহাজটি পালিয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে কাজ করেছেন। তবে ঘন কুয়াশার কারণে কাজ কিছুটা ব্যাহত হয়েছে।
শুক্রবার সকালে ঘটনাস্থলে থাকা চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় একজন যাত্রী নিখোঁজ এবং অপর এক যাত্রী আহত হয়। আহত যাত্রী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় কবলিত সুন্দরবন-১৬ লঞ্চের সুপার ভাইজার সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর তারা লঞ্চটিকে নিরাপদে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় চরে নোঙর করেন। ভোররাত ৪টার দিকে ডেক এবং প্রথম শ্রেণীর ২৫০ জন যাত্রী এমভি সুন্দরবন-১৫ ঘটনাস্থল থেকে বরিশালের উদ্দেশে নিয়ে গেছে।
ওই লঞ্চের সুপারভাইজার দুলাল জানান, সকাল সাড়ে ৮টায় তারা বরিশাল লঞ্চঘাটে পৌঁছান।
এমবি সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার মো: ইউনুছ জানান, লঞ্চের কেবিনসহ বাকি প্রায় ২৫০ যাত্রীকে নিয়ে সকাল ৯টায় তারা বরিশাল উদ্দেশে ছেড়ে যান। তাদের যাওয়া পর দুর্ঘটনায় কবলিত লঞ্চটি ঢাকার উদ্দশে পুনরায় ছেড়ে যায়। এ ঘটনায় মালবাহী কর্গো মার্কেন্টাইল-৩ এর বিরুদ্ধে মামলা হবে।
চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার পর থেকে যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছানোর জন্য তত্ত্বাবধায়ন করা হয়। সকল যাত্রীদেরকে একই কোম্পানির দুটি লঞ্চে করে বরিশালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা