২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুন্নতে খৎনা করাতে এসে জীবন-সঙ্কটে শিশু আয়ান

সুন্নতে খৎনা করাতে এসে জীবন-সঙ্কটে শিশু আয়ান - ছবি : সংগৃহীত

সুন্নতে খাতনা (মুসলমানি) করাতে এসে একেবারে লাইফ সাপোর্টে চলে যাওয়ার মতো অস্বাভাবিক ঘটনা ঘটেছে রাজধানীর একটি স্বনামধন্য হাসপাতালে। ‘আয়ান’ নামে পাঁচ বছরের এক শিশুর ভাগ্যে এমন নির্মম ঘটনা ঘটেছে।

জানা যায়, গত রোববার (৩১ ডিসেম্বর) সুন্নতে খাতনা করাতে শিশু আয়ানকে হাসপাতালটিতে নিয়ে আসেন বাবা শামীম আহমেদ। সেখানে তাকে অস্ত্রোপচার আগে চেতনা নাশক ওষুধ (এ্যানেসথেসিয়া) দেয়া হয় এবং এর চারদিন পরও তার জ্ঞান ফেরেনি।

আয়ানের চাচা জামিল খান বলেন, গত রোববার সকালে আমরা আয়ানের সুন্নতে খাতনা (মুসলমানি) করার জন্য হাসপাতালে নিয়ে আসি। কিন্তু বাচ্চার শরীরে এতো পরিমাণ চেতনানাশক ওষুধ (এ্যানেসথেসিয়া) দেয়া হয়েছে যার কারণে এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

তিনি বলেন, সুন্নতে খাতনা করার দুই ঘণ্টা পরও যখন জ্ঞান ফিরছিল না তখন আয়ানের বাবা ভেতরে গিয়ে দেখেন তাকে সিপিআর দেয়া হচ্ছে। বুকের দুই পাশ ফুটো করা। তখনই আমরা বুঝতে পারি ভুল কিছু একটা হয়েছে। পরে সেখান থেকে তাদেরই আরেক শাখায় নিজস্ব ব্যবস্থাপনায় এনে পিআইসিইউতে ভর্তি করানো হয়।

জামিল খান জানান, ‘আজ চারদিন আয়ানকে পিআইসিইউতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আজ সকাল ৬টায় চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির অনেকগুলো অর্গান কাজ করছে না। চিকিৎসকরা আমাদের যেভাবে বলেছেন তাতে মনে হচ্ছে, আয়ান হয়তো আর বেঁচে নেই।’

শিশুটির আগে থেকে শারীরিক কোনো সমস্যা ছিল কিনা জানতে চাইলে জামিল খান বলেন, তার কোনো শারীরিক সমস্যা ছিল না। সুন্নতে খাতনা করার ৫ মিনিট আগেও হাসাতালে খেলছিলো।

 


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল