২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চালু হলো মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন

চালু হলো মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন - ছবি : সংগৃহীত

চালু হয়েছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোই ব্যবহার করতে পারবে যাত্রীরা।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় সবার জন্য উন্মুক্ত হয় শাহবাগ স্টেশন। একই সাথে চালু হয় কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনও।

এর আগে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, রোববার থেকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রোরেল থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে।

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।


আরো সংবাদ



premium cement