পল্লবীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৩, ২১:১৩
রাজধানীর পল্লবীতে কাতার প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী সামিয়া তাজ (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ শ্বশুরবাড়ির বরাতে ধারণা করছে, সামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার পরিবারের দাবি, তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পল্লবী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সামিয়ার বড় ভাই আহম্মদ উল্লাহ জানান, সামিয়া তার ছোট বোন। আদরের বোনকে নজরে রাখার জন্য নিজ বাড়ির কাছাকাছি কাতার প্রবাসী মোশারফের সাথে গত জুন মাসে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পরপরই মোশারফ কাতারে চলে যান। বিয়ের ছয় মাস পার না হলেও শ্বশুরবাড়ি থেকে প্রতিনিয়ত যৌতুকের জন্য সামিয়াকে চাপ দেয়া হতো। সামিয়া যৌতুক প্রদানে অস্বীকার করলে শ্বশুর-শাশুড়ি ও ননদ তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত।
বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল বলেও জানান আহম্মদ উল্লাহ।
তিনি বলেন, মৃত্যুর দু’দিন আগে সামিয়া ফোনে তার মাকে জানায় যে সে নির্যাতন আর সহ্য করতে পারছেন না।
আহম্মদ উল্লাহ আরো জানান, ২৩ তারিখ রাতে শ্বশুরবাড়ির এক প্রতিবেশী তাকে ফোনে জানায় যে সামিয়াকে শ্বশুরবাড়ির লোকজন সিএনজিতে করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেছে। খবর শুনে আহম্মদ উল্লাহসহ পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে সামিয়ার লাশ দেখতে পান।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, সামিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের ফরেনসিক প্রতিবেদন পেলে জানা যাবে।
তিনি আরো জানান, সামিয়ার ভাইয়ের দায়ের করা মামলায় ইতোমধ্যে শ্বশুর-শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।