২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেট ওসমানীতে পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

সিলেট ওসমানীতে পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত - ছবি : প্রতীকী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় যুক্তরাজ্যেগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার সকাল পৌনে ৯টার দিকে বিমানের ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট নিরাপদে উড়োজাহাজটি নিয়ে বিমানবন্দরে অবতরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।

তিনি বলেন, সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইটটির ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে বার্ড হিটের (পাখির আঘাত) কারণে উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়। পরে ঢাকা থেকে একটি ইঞ্জিনিয়ার দল সিলেটে এসে মেরামত কাজ শুরু করে।

এই কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে ৮৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসে। সিলেট থেকে আরো ২১২ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে সকাল ৯টা ৪০মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল। যাত্রীদের বিমানবন্দরের লবিতে রেখে প্রয়োজনীয় সেবা দেয়া হয়েছে। এর আগে গত ৭ মার্চ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।


আরো সংবাদ



premium cement