গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৩ জন
- ২১ জুলাই ২০২২, ১১:৫১
রাজধানীতে গ্যাসের আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার দিনগত রাতে উত্তরখান বড়বাগে একটি টিনসেড বাসায় এ ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটাউটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন আব্দুল মালেক (৬০), স্ত্রী নাজমা বেগম (৪৫) ও তাদের নাতি সাফওয়ান ইসলাম (৪)।
দগ্ধ সাফওয়ানের মা সামিয় আফরিন জানান, উত্তরখান বড়বাগে তাদের নিজস্ব টিনসেড বাসা। বাসায় গ্যাস লাইন রয়েছে। বুধবার রাতে ঘর থেকে গ্যাসের গন্ধ বের হচ্ছিল। এ সময় বাবা সালাম রান্নাঘরে দিয়াশলাই জ্বালিয়ে দেখতে গেলে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেস থেকে এই আগুনের ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, রাতে শিশুসহ তিনজন পোড়া রোগী হাসপাতালে নিয়ে আসা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা