বিএসইসি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মে ২০২২, ১২:২১
রাজধানীর পান্থপথের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সহকারী পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
বিএসইসির ওই কর্মকর্তার নাম মেহেদী হাসান। তিনি অবিবাহিত। বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায়। ঢাকায় পান্থপথের ওই ফ্ল্যাটের একটি কক্ষে তিনি ভাড়া থাকতেন।
শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওই ঘরে একটি চিরকুটও পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘নিদ্রাহীনতায় বাঁচতে পারলাম না।’
‘মেহেদী দরজা না খোলায় তার পাশের রুমের লোকজন পুলিশে খবর দেয়। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আমরা তাকে ভেতরে ঝুলন্ত অবস্থায় পাই।’
ময়নাতদন্তের জন্য মেহেদীর লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার ব্যাপারে আরো খোঁজখবর চলছে।
ওসি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
নিহত মেহেদী হাসানের সহকর্মীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মেহেদীর মানসিক অবস্থা ভালো ছিল না।
মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা