যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ এপ্রিল ২০২২, ১১:০২, আপডেট: ২৫ এপ্রিল ২০২২, ১১:২৯
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী দুই ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
দগ্ধরা হলেন আব্দুল করিম (৩০) ও মোসা: খাদিজা আক্তার (২৫)। এই ঘটনায় তাদের দুই বছরের কন্যা সন্তান ফাতেমার অবস্থাও আশঙ্কাজনক।
গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে তাদেরকে ভর্তি করা হয়।
আবদুল করিমের ভাই কামাল হোসেন জানান, আমার ভাইয়ের এলাকাতেই একটি মুদির দোকান রয়েছে। রাতের দিকে হঠাৎ ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে আমার ভাবি, ভাই ও দুই বছরের বাচ্চা আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন হাসপাতালে নিয়ে এলে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দগ্ধ স্বামী-স্ত্রীর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রাত চারটা ও স্বামী ভোর ছয়টার দিকে মারা গিয়েছেন। আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
তার স্ত্রী মোসা: খাদিজা আক্তারের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে ও তাদের দুই বছরের মেয়ে ফাতেমা আক্তারের শরীরের শতাংশ ৩৫ দগ্ধ হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা