ঈদের আগে ঘর পাবে ৩২ হাজার ৯০৪ পরিবার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ এপ্রিল ২০২২, ২৩:২৮
ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণের উদ্বোধন করবেন।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ফরিদপুর জেলার নগরকান্দার কৈচাইল ইউনিয়ন, বরগুনা সদর উপজেলার গৌরিচোন্না ইউনিয়ন, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করবেন।
সূত্র জানায়, মুজিববর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি দেয়ার জন্য সরকারের নেয়া উদ্যোগের একটি অংশ হবে এটি। কারণ প্রধানমন্ত্রী বার বার জোর দিয়ে বলেছেন, দেশে কেউ ঘর ছাড়া থাকবে না।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যৈষ্ঠ সচিব মো: তোফাজ্জেল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রতিটি ইউনিটে থাকবে দুটি ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা। ভ্যাট ও ট্যাক্স ছাড়াই যার মূল্য দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। তিনি বলেন, ট্যাক্স ও ভ্যাটসহ এর পরিমাণ তিন লাখ ৩০ হাজার টাকা।
সরকার প্রথম ধাপে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬৩ হাজার ৯৯৯টি ঘর দিয়েছে এবং ২০২১ সালের ২০ জুন ৫৩ হাজার ৩৩০টি ঘর দিয়েছে। এছাড়া তৃতীয় ধাপে ৬৫ হাজার ৬৭৪টি ঘর নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে।
তিনি জানান, দ্বীপাঞ্চলের জন্য বিশেষ নকশা করা ঘরের সংখ্যা হল এক হাজার ২৪২টি। এছাড়া চরের জমিতে থাকা গৃহহীন পরিবারগুলোকে বহনযোগ্য ঘর দেয়া হয়। যাতে করে তারা ভূমিধসের সময় তাদের বাড়ি স্থানান্তর করতে পারে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা