নিউ মার্কেটে সংঘর্ষে আহত আরেক যুবকের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ এপ্রিল ২০২২, ০৯:৪১, আপডেট: ২১ এপ্রিল ২০২২, ১১:২১
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোরসালিন (২৬)। তিনি নিউ মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ঘটনার দিন রাতেই নাহিদ (১৮) নামে আরো এক যুবকের মৃত্যু হয়। তিনি এলিফ্যান্ট রোডে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
এ নিয়ে সংঘর্ষে দু’জনের মৃত্যু হলো।
নিহত মোরসালিনের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দির কালাই নগর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে দুই মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মৃত মোঃ মানিক মিয়া।
তার স্ত্রী অনি আখতার মিতু জানান, নিউ মার্কেটে একটি শার্টের দোকানে চাকরি করতেন মোরসালিন।
উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত। বুধবারও ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। তিন দিনের এ ঘটনায় উভয়পক্ষের শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা