নিউমার্কেটের সংঘর্ষে প্রাণ গেল পথচারীর, এলাকা আপাতত শান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ এপ্রিল ২০২২, ০৯:৫৭
রাজধানী ঢাকার ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিউমার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সাথে পার্শ্ববর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই দিনের সংঘর্ষের পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে এলাকায় থমথমে অবস্থাটা বিরাজ করছে।
নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, রাতেই দোকানকর্মী ও শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন এবং এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে সোম ও মঙ্গলবারের ধারাবাহিক সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশতেরও বেশি। এর মধ্যে দোকান কর্মচারী, ছাত্র ও পথচারী রয়েছে।
আহতদের মধ্যে একজন ছাত্রের অবস্থা গুরুতর। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার রাতেই শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, আহত ওই ছাত্রের নাম মোশাররফ হোসেন এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে সরকার।
এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন শিক্ষার্থীসহ চারজন চিকিৎসাধীন আছেন। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
নিহত ব্যক্তি কুরিয়ার সার্ভিসের কর্মী
শিক্ষার্থী ও দোকান কর্মচারীদের মধ্যে সংঘর্ষে নাহিদ হাসান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে মারা গেছেন। রাত পৌনে দশটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থলে উপস্থিত তার স্বজনরা সাংবাদিকদের জানান, ২৩ বছর বয়সী নাহিদ হাসান একটি কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। তিনি মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন এবং স্ত্রী ডালিয়া সুলতানাকে নিয়ে ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস করতেন।
সোমবার রাত থেকে ধারাবাহিক সংঘর্ষ
জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিউমার্কেটের দুটি খাবারের দোকানের কর্মীদের মধ্যে বিরোধের জের ধরে ঘটনার সূত্রপাত হয়।
একটি দোকানের একজন কর্মী মারধরের শিকার হয়ে তার পরিচিত ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ঢেকে নিয়ে আসেন।
এ সময় কয়েকজন দোকানকর্মীর হাতে মারধরের শিকার হন শিক্ষার্থীরা, যার জের ধরে সংঘর্ষ শুরু হয়। এরপর রাতে সংঘর্ষ হওয়ার পর মঙ্গলবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয় দু’পক্ষের মধ্যে।
সংঘর্ষের কারণে মঙ্গলবার ঢাকার ব্যস্ত মিরপুর রোডের গুরুত্বপূর্ণ এই অংশটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিলো। সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কটি বন্ধ থাকায় শহরজুড়ে ছিলো তীব্র যানজট।
মিরপুর সড়কের ধানমণ্ডি ছয় নম্বর রোড প্রান্ত থেকে শুরু করে নিউমার্কেট মোড় পর্যন্ত বহু বিপণি বিতানে হাজার হাজার দোকান রয়েছে। এই অঞ্চলের নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান মার্কেট-সহ বেশ কিছু বিপণি বিতানে প্রতিদিন ব্যাপক জনসমাগম হয়।
তবে পুরো এলাকাটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ ছাড়াও নিউমার্কেটের সাথেই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা