২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশের টিকা উৎপাদন করে গরীব দেশে বিনামূল্যে দেয়া হবে

দেশের টিকা উৎপাদন করে গরীব দেশে বিনামূল্যে দেয়া হবে - ফাইল ছবি

দেশে করোনা টিকা উৎপাদন করে গরীব দেশকে বিনামূল্যে টিকা দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইমেরিটাস অধ্যাপক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা: এবিএম আবদুল্লাহ।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এবিএম আবদুল্লাহ বলেন, দেশেই আমরা করোনার টিকা উৎপাদন করবো। আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে এবং গরীব দেশকে বিনামূল্যে টিকা দেয়া সম্ভব হবে।

ডা: এবিএম আবদুল্লাহ বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল। টিকাদান কর্মসূচি শুরু থেকে একটু সমস্যা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের সেই সঙ্কট কাটিয়ে উঠে চমৎকারভাবে টিকা ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে আমাদের টিকা দেয়ার লক্ষমাত্রা অর্জন করেছি।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনা মোকাবেলায় সফলভাবে ভূমিকা রাখছে। যে কারণে সংক্রমণ ও মৃত্যু তুলনায় কম ছিল।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: আহমেদুল কবীর বলেন, অধ্যাপক ডা: আহমেদুল কবির বলেন, দেশের ইতিহাসে এতো সংখ্যক নিয়োগ আর কখনো হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় আমরা নামমাত্র খরচ করে চিকিৎসক হয়েছি। নিন্মবিত্ত থেকে শুরু করে অনেক দরিদ্র মানুষের ঘামে ভেজা উপার্জন আমাদের পেছনে রয়েছে।

তিনি বলেন, চিকিৎসক হিসেবে একেকজন একেকটি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিভাগের একেকজন এম্বাসেডর হিসেবে কাজ করবেন। এমনভাবে জনগণকে সেবা দিতে হবে, যেন চিকিৎসার পর কোনো রোগীর মৃত্যু হলেও রোগীর স্বজনরা চিকিৎসকের প্রশংসা করে।

আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম।


আরো সংবাদ



premium cement