২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

-

রাজধানীর সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন। তার নাম মোশারফ হোসেন (৪৫)। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মোশারফের বাড়ি গোপালগঞ্জ মোকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

মোশারফকে হাসপাতালে নিয়ে যাওয়া দূরসম্পর্কের ভাগিনা শাহ জামাল জানান, গেন্ডারিয়া ঘুন্টিঘর এলাকায় থাকতেন তিনি। আদা, হলুদ, মরিচ ফেরি করে বিক্রি করতেন। আজ ফজরের আযানের আগে বাসা থেকে কাজে বের হন। এর কিছুক্ষণ পর কয়েকজন রিকশাচালক তাকে রক্তাক্ত আহত অবস্থায় ঘুন্টিঘরের বাসায় নিয়ে যান।

উদ্ধারকারীরা তখন জানায়, মোশারফকে সায়েদাবাদ ফ্লাইওভারের ঢালে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গিয়েছিলো। তিনি আহত অবস্থায় সেখানেই পড়ে ছিলেন। তখন তার মাধ্যমেই বাসার ঠিকানা পান রিকশাচালকরা। এরপর বাসায় নিয়ে আসেন।

পরে স্বজনরা মোশারফকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যান। তবে সেখানে নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে ওই ব্যক্তির। ঘটনাটি থানায় জানানো হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement