২০২১ সালে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৬৮৯ জন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২২, ১২:৪৯, আপডেট: ০৮ জানুয়ারি ২০২২, ১২:৫২
বিগত ২০২১ সালে সারা দেশে সড়ক, নৌ ও রেল পথে মোট দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
প্রদত্ত তথ্য অনুযায়ী গত এক বছরে দেশে ৪ হাজার ৯৮৩টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৬৮৯ জন। এছাড়া আহত হয়েছেন ৫ হাজার ৮০৫ জন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত ‘২০২১ সালের সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান উপস্থাপন’ অনুষ্ঠানে এসব তথ্য জানান ইলিয়াস কাঞ্চন।
পুরোপুরি সেকেন্ডারি তথ্যের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান ও প্রতিবেদন তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ার তথ্য, ১১টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনলাইন পোর্টালের তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা এবং শাখা সংগঠনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে এই পরিসংখ্যান পাওয়া গেছে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা