হাবের নির্বাচন স্থগিতের দাবি
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ ডিসেম্বর ২০২১, ১৪:৩৮
বেসরকারি হজ ও ওমরাহ এজেন্সি মালিকদের সংগঠন হাবের নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
একইসাথে তারা হাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হাবে প্রশাসক নিয়োগেরও দাবি জানিয়েছে। আগামীকাল ৩০ ডিসেম্বর হাবের নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্যানেল প্রধান আবদুস সোবহান ভুইয়া হাসান বলেন, হাবের নির্বাচনে ভুয়া ভোটার রয়েছে। বিষয়টি লিখিতভাবে নির্বাচন বোর্ডকে জানালেও তারা ব্যবস্থা নেইনি। এ কারণে আমরা হাইকোর্ট রিট করি। হাইকোর্ট গত ১৫ ডিসেম্বর এক রায়ে নির্বাচন এক মাসের জন্য পিছিয়ে দেয়ার আদেশ দিয়েছেন। এজন্য আমরাও আগামীকালের নির্বাচন স্থগিতের দাবি জানাচ্ছি। এ রায়ের কপি ইতোমধ্যে হাব নির্বাচন বোর্ডকে দেয়া হয়েছে বলেও তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা