এ মাসেই বুস্টার ডোজ, অগ্রাধিকার পাবেন যারা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ডিসেম্বর ২০২১, ১৩:৩৯, আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১, ১৭:৫২
করোনাভাইরাসের ভ্যাকসিনকে আরো কার্যকর করতে চলতি মাসেই বুস্টার ডোজ দেয়া শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, শুরুতে অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা। সে জন্য সুরক্ষা অ্যাপও আপডেট করা হবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত ১১ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। চলতি মাসে আরো দেড় থেকে দুই কোটি মানুষকে টিকা দেয়া হবে।
ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটারের উদাহরণ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ভ্যারিয়েন্টে মৃত্যুর হার কম হলেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ এটা ছড়ায় বেশি।’
মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে অনলাইনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে প্রধানমন্ত্রী ওমিক্রন সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার বিষয়েও জানতে চান।
সে সময় শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার সংখ্যা বাড়াতে নির্দেশনা দেন তিনি।
এখনো ভ্যাকসিন যারা নেননি, তাদেরকে ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। তারা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা