আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২১, ১৬:০১
রাজধানীর বাংলামোটর এলাকার আর কে টাওয়ার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির ৭ তলায় আগুনের সূত্রপাত ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি-ঢাকা) দিনমনি শর্মা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে শনিবার দুপুর ১২টার দিকে ওই ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে।
তিনি আরো বলেন, ভবনটির ৭ তলায় গোডাউন ছিল। সেখানে বিপুল পরিমাণ কাগজ, ফাইলপত্র ও কার্টন রয়েছে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।
আগুন নির্বাপণ করতে গিয়ে ফায়ারের এক কর্মী আহত হয়েছে জানিয়ে দিনমনি শর্মা বলেন, এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি। তবে অগ্নিনির্বাপণ করতে গিয়ে রায়হান নামে আমাদের এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে আমাদের অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ভবনটির সামনে দায়িত্বরত অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক সাব ইন্সপেক্টর (এটিএসআই) খোকন মৃধা জানান, আগুন লাগার শুরুতেই ধোয়া দেখি। এরপর দৌড়ে গিয়ে ভবনের গ্যাস ও বিদ্যুতের লাইন বন্ধ করি। ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানাই। এরপর ফায়ার কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা